Skip to content
Home » ১ বার নয়, ২ বার নয়, ৪০ বারের চেষ্টায় পেলেন গুগলে চাকরি!

১ বার নয়, ২ বার নয়, ৪০ বারের চেষ্টায় পেলেন গুগলে চাকরি!

আমরা যখন কোন একটি কাজে ব্যর্থ হয়ে যাই, তখন আমরা অনেকে হতাশ হয়ে পড়ি। অথচ ব্যর্থতা জীবনেরই অংশ।

কথায় আছে ‘একবার না পারিলে দেখ শতবার’। জীবনে ধৈর্য ধরে লক্ষ্য অর্জনে লেগে থাকতে পারলে সফলতা আসবেই। অনেকে একবার দুইবার চেষ্টা করেই হাল ছেড়ে দেয়। কিন্তু হাল ছেড়ে না দিয়ে যদি ব্যর্থতা ভুলে বার বার লেগে থাকে তাহলে অবশ্যই সাফল্য সম্ভব। তাই কিছু কিছু মানুষ আছেন যারা নিজ লক্ষ্য অর্জনে বিরল নজির স্থাপন করেন। তাদেরই একজন টেইলার কোহেন। শতবার না হলেও ৪০ বারের চেষ্টায় তিনি চাকরি পেয়েছেন টেক জায়ান্ট গুগলে। খবর এনডিটিভির।

তাই নিজের সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত লেগে থাকুন, লেগে থাকুন শুধুই লেগে থাকুন। সাফল্য আসবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *