আমরা অনেকেই স্বপ্ন দেখতে ভালবাসি। কেউ ডাক্তার হতে চায়, কেউ ব্যারিস্টার হতে চায়, কেউ নায়ক হতে চায়, কেউ গায়ক হতে চায়, কেউ খেলোয়াড় হতে চায়। এ রকম হাজারো স্বপ্ন এক একজনের মনে। কিন্তু স্বপ্নকে সত্যি সবাই করতে পারে না। যারা স্বপ্নকে সত্যি করতে পারে তারাই প্রকৃত কিংবদন্তী!
জর্ডান বেলফোর্ট এর একটি উক্তি আছে-
আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দিয়ে, কাজ শুরু করবেন, সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!
সুতরাং আমরা অনেক সময় বলি আমাদের এটা নেই, সেটা নেই, তাই এমনটা করতে পারছি না। অথচ এসব অজুহাত আমাদের স্বপ্ন পূরণে অনেক বাঁধা সৃষ্টি করে। আর আমাদের কাছ থেকে আমাদের স্বপ্নগুলো এই ‘অজুহাত’ এর কারণে অনেক দূরে চলে যায়। তাই আমাদের অজুহাত দেখানো বন্ধ করা উচিত। যেকোন কাজে নিজের কাজটা নিজে মন দিয়ে করলে স্বপ্ন পূরণ অসম্ভব কিছু নয়।
সম্পাদনা- রাকিব মোসাব্বির