প্রকৃত যোদ্ধাই প্রকৃত বীর
যারা প্রকৃত যোদ্ধা, প্রকৃত বীর, তারা বার বার হারে আবার বার বার জিতে যায়। শুধু সাময়িক হেরে যাওয়ার সময়ে তারা সকল মুখোশধারীদের চিনে রাখে। সুতরাং প্রকৃতি যেমন সবাইকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়, ঠিক তেমনি আমাদেরও সময়েরটা সময়ে যার যার পাওনা, তার তার’কে বুঝিয়ে দেওয়া উচিত।
– রাকিব মোসাব্বির