কখনো কখনো নিয়তির কাছে হেরে যেতে হয়, তার মানে এই নয় যে আপনি জীবন খেলায় হেরে গেলেন, তার মানে হল এই যে আপনি নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন, আর হেরে যেতে যেতে একদিন হয় তো বিশাল ব্যবধানে জিতে যাবেন। – রাকিব মোসাব্বির
Home » নিয়তির কাছে হেরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়
নিয়তির কাছে হেরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়
